বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

ভিক্টর বাসের চালক-হেলপার দুইদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৩, ২০২৩, ০৪:০৮ পিএম
বাসচালক লিটন (বাঁয়ে) ও সহকারী আবুল খায়ের (ডানে)। ইনসেটে নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাদিয়া।

ঢাকাঃ রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসের চালক মো. লিটন ও হেলপার মো. আবুল খায়েরের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ জানুয়ারি) তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আল ইমাম রাজন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত এ আদেশ দেন। 

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক রনপ কুমার বিষয়টি জানিয়েছেন। 

রোববার দুপুর পৌনে ১টায় প্রগতি সরনিতে ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন নাদিয়া। মাত্র দু’সপ্তাহ আগে নর্দার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন তিনি। নাদিয়ার মৃত্যুর পর তার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ভাটারা থানায় নিরাপদ সড়ক আইনে মামলা দায়ের করেন। মামলা নম্বর ৪৬। এরপর সোমবার সকাল সাড়ে ৮টায় তাদের গ্রেপ্তার করা হয়।

বুইউ