১৫০ দিনের বেশি কোনো সরকারি কর্মকর্তাকে ওএসডি রাখার বিধানকে অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত।
রবিবার (১৯ জানুয়ারি) চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
এর আগে গত ৮ জানুয়ারি ১৫০ দিনের বেশি কোনো সরকারি কর্মকর্তাকে ওএসডি রাখার বিধানকে অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। পাশাপাশি ১৫০ দিনের বেশি দিন ধরে ওএসডি থাকা সরকারি কর্মকর্তাদের স্বপদে ফেরাতে নের্দশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালতের আদেশটি প্রতিপালন করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
ওএসডির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১২ সালে সাবেক সচিব এম আসাফউদ্দৌলাহ একটি রিট দায়ের করেছিলেন। ওই রিটের শুনানি নিয়ে একই বছর রুল জারি করেছিলেন আদালত। সে রুল যথাযথ ঘোষণা করে রায় ঘোষণা করেছিলেন হাইকোর্ট।
আগামীনিউজ/আপি/এনএ