ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ১৩তম নিবন্ধনধারীদের মধ্য থেকে দেশের বিভিন্ন এমপিওভুক্ত স্কুল-কলেজ ও মাদরাসায় ২ হাজার ৫০০ জনকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোট।
বুধবার (১ জুন) বিচারপতি কাশেফা হোসেন ও ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
পৃথক নয়টি রিট আবেদনের রুল যথাযথ ঘোষণা করে এ রায় ঘোষণা করেন হাইকোর্ট।
বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে নিয়োগ পেতে উত্তীর্ণ হন তারা।
২০২১ সালে এ রিট আবেদন করা হয। ময়মনসিংহের ত্রিশালের আতিকুল ইসলাম মুকুলসহ ৩০০ জন আবেদন করেন।
সে আবেদনের শুনানি করে ২০২১ সালে রুল দেন আদালত। রুলে আদালত বলেন তাদেরকে কেন নিয়োগ দেওয়া হবে না। সেই রুলের চূড়ান্ত শুনানি করে আদালত এ রায় ঘোষণা করেন।
এ রকম মোট নয়টি রিটে আবেদন করেন আড়াই হাজার আইনজীবী।
আদালতে রিট আবেদনের শুনানি করেন মো. ফারুক হোসেন মো. মনিরুজ্জামান আসাদ ও সিদ্দিক উল্যাহ মিয়া। অপরদিকে এনটিআরসিএর পক্ষে ছিলেন মো. কামরুজ্জামান ভুঁইয়া।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালে নিবন্ধন পরীক্ষায় আবেদনকারীরা উত্তীর্ণ হন। পরে তাদেরকে নিয়োগের সুপারিশ না করায় তারা হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে আদালত রুল জারি করে ২০২১ সালে। সেই রুলের চূড়ান্ত শুনানি করে আদালত আজ রায় ঘোষণা করেন।
এমবুইউ