বায়ুদূষণ নিয়ে আবারো হাইকোর্টের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৩, ২০২০, ০২:৫৪ পিএম
সংগৃহীত ছবি

ঢাকা : রাজধানী ঢাকার বায়ু ও পরিবেশ দূষণ রোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যর্থতায় ক্ষোভ জানিয়েছে হাইকোর্ট। 

এ সময় উচ্চ আদালত বলে, দেশের প্রকৌশলীদের দূরদর্শিতার অভাব আছে, সে কারণে একই রাস্তা বারবার খোঁড়াখুঁড়ি করে পরিবেশ নষ্ট করা হয়, বায়ুদূষণ করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি) ঢাকায় বায়ুদূষণের কারণ ও দূষণরোধে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে আদেশে হাইকোর্ট এ ক্ষোভ জানায়। 

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বলে, সড়ক পরিবহন আইন অনুয়াযী কালো ধোঁয়া নির্গমনকারী সমস্ত যানবাহন রাস্তায় চলাচল বন্ধ করতে হবে। বেআইনি সকল ইটভাটা দুই মাসের মধ্যে বন্ধের নির্দেশ দেয় আদালত। লাইসেন্সবিহীন সকল টায়ার পোড়ানো এবং ব্যাটারি মেরামতের কার্যক্রম এক মাসের মধ্যে বন্ধের নির্দেশ দেয়া হয়।

আবাসিক এলাকায় শপিংমল না করার নির্দেশনা দেয় হাইকোর্ট, রাস্তায় যেন কোনো ময়লা পড়ে না থাকে সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। মার্চের প্রথম সপ্তাহের মধ্যে সিটি করপোরেশনে এ আদেশ বাস্তবায়নের নির্দেশ দেয় আদালত।

উচ্চ আদালত বলে, ঢাকার প্রান্তসীমায় ধুলা রোধে পানি ছিটানো হয় না, শুধু কেন্দ্রে এবং অভিজাত এলাকায় ছিটানো হয়। এটা তো ঠিক না। দুবেলা করে সারা ঢাকা শহরের সব জায়গায় পানি ছিটানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এর আগেও গত বছর (১৩ মার্চ) ঢাকার বায়ুদূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছিল হাইকোর্ট। 

আগামী নিউজ/এমআর/এনএনআর