ইভ্যালির রাসেল-শামীমা আদালতে

ডেস্ক রিপোর্ট সেপ্টেম্বর ২১, ২০২১, ০১:৫৪ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের ৩ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

গুলশান থানার করা মামলায় আর তাদের রিমান্ড চাওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। তবে ধানমন্ডি থানায় প্রতারণার আরেক মামলায় তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেছে ধানমন্ডি থানা পুলিশ। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হকের আদালতে ৩টার পর এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

গুলশান থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম বলেন, প্রথম দফা তিনদিনের রিমান্ড শেষ হয়েছে। আজ তাকে আবার আদালতে হাজির করা হবে। তবে এ দফায় আর রিমান্ডের আবেদন করা হবে না।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ‘আমাদের থানায় যে মামলাটি হয়েছে, সেটাও গ্রাহকের সঙ্গে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগে। তদন্তের প্রয়োজনে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এজন্য আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে তাদের হাজির করা হয়। প্রতারণার অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুল ইসলাম। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের ৩ দিনের রিমান্ডের আদেশ দেন। 

ওইদিন আসামিপক্ষের শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট এম. মনিরুজ্জামান আসাদ ও আইনজীবী জে আর খান রবিন। রাষ্ট্রপক্ষের শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আবু।