ফোনে আড়িপাতা বন্ধে রিটের আদেশ ২৯শে সেপ্টেম্বর

আদালত ডেস্ক সেপ্টেম্বর ১৯, ২০২১, ০২:৪২ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ ফোনে আড়িপাতা বন্ধে করা রিটের আদেশ ২৯শে সেপ্টেম্বর ঠিক করেছে হাইকোর্ট।

রবিবার সকালে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন।

ফোনে আড়িপাতা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ ও ফাঁস হওয়া ঘটনাগুলোর তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট আদেশের জন্য ১৯শে সেপ্টেম্বর দিন ঠিক করেছিল হাইকোর্ট। গত ৩১শে আগস্ট আদালত রিটের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করেছিল।

ফোনে আড়িপাতা প্রতিরোধে আইন অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের গৃহীত পদক্ষেপ জানতে চেয়ে গত ২২শে জুন ১০ আইনজীবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আইনি নোটিশ পাঠান। নোটিশের জবাব না পেয়ে গত ১০ই আগস্ট ফোনে আড়িপাতা প্রতিরোধ ও ফাঁস হওয়া ফোনালাপের ২০টি ঘটনায় কমিটি গঠন করে তদন্তের নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী। রিটে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়।