আবারও রিমান্ডে শাহেদ

ডেস্ক রিপোর্ট অক্টোবর ১১, ২০২০, ০২:৫২ পিএম
ছবি সংগৃহীত

ঢাকাঃ ভুয়া করোনা রিপোর্ট দেয়াসহ নানা অভিযোগে দেশজুড়ে আলোচিত মোহাম্মদ সাহেদ ওরফে শাহেদ করিমকে চট্টগ্রামের প্রতিষ্ঠান মেগা মোটরসের অর্থ আত্মসাতের মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার (১১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার জাহান এ আদেশ দেন।

এর আগে চট্টগ্রামের প্রতিষ্ঠান মেগা মোটরসের অর্থ আত্মসাতের মামলায় হাজিরার জন্য আজ দুপুর ১টার দিকে চট্টগ্রাম আদালতে তোলা হয় শাহেদকে।

বাদীপক্ষের আইনজীবী ধৃতিমান আইচ বলেন, ‘মেগা মোটরসের অর্থ আত্মসাতের মামলায় শাহেদ করিমের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছেন।’

এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে শাহেদকে ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয় বলে জানান চট্টগ্রামের সিনিয়র জেলার কামাল হোসেন।

জানা গেছে, ঢাকায় রুট পারমিট পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেগা মোটরস থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ গেল ১৩ জুলাই চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা হয়।

মোগা মার্ট মোটরসের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের পক্ষে মামলাটি করেন তার আত্মীয় মো. সাইফুদ্দিন। তিনি ওই ব্যবসা দেখাশোনা করেন। ওই মামলায় আজ আদালতে হাজিরার জন্য সাহেদকে ঢাকা থেকে চট্টগ্রামে আনা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট কেসিএস লিমিটেডের চেয়ারম্যান মো. শাহেদ ওরফে শাহেদ করিম প্রতারণার মাধ্যমে ৯১ লাখ ২৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

এদিকে, বহুল আলোচিত অস্ত্র মামলার রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. শাহেদ করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। গেল ২৮ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ রায় ঘোষণা করেন।

করোনা ভাইরাস নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট জালিয়াতি ও নানা অনিয়মের অভিযোগে গত ৭ জুলাই শাহেদসহ ১৭ জনকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়।

গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে শাহেদকে গ্রেফতার করে র‌্যাব। শাহেদের বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে অর্ধশতাধিক মামলা রয়েছে। এরমধ্যে বেশিরভাগই প্রতারণা ও জালিয়াতির মামলা।

আগামীনিউজ/জেহিন