রিফাত হত্যা: ৮ আসামি কারাগার থেকে আদালতে

জেলা প্রতিনিধি সেপ্টেম্বর ৩০, ২০২০, ১২:২২ পিএম
ছবি সংগৃহীত

বরগুনাঃ জেলার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ৮ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৩ মিনিটে ওই আসামিদের আদালতে নেয়া হয়। সেখানে আদালতের গারদখানায় রাখা হয়েছে তাদের।  

প্রাপ্তবয়স্ক ৮ আসামি হলেন- রাকিবুল হাসান রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর ও কামরুল ইসলাম সায়মুন। 

এর আগে মামলার অন্যতম আসামি রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি হাইকোর্টের জামিনে থাকায় সকাল পৌনে ৯টার দিকে বাসার সঙ্গে মোটরসাইকেলে করে আদালতে পৌঁছান। প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে মো. মুসা হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক আছেন।

প্রসঙ্গত, গত বছরের গত (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। একাধারে রিফাতকে কুপিয়ে বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে হামলাকারীরা। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় গত বছরের ২৭ জুন সকালে নিহতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে প্রথমে ১২ জনের নাম ও বেশ কয়েকজনকে অজ্ঞাত উল্লেখ্য করে বরগুনা সদর থানায় মামলা দায়ের করেন। 

পরে ১৬ জুলাই সকালে মিন্নিকে তার বাবার বাড়ি বরগুনা পৌর শহরের নয়াকাটা-মাইঠা এলাকা থেকে পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে ওইদিনই রাত ৯টায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তখন স্বামী রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। 

গত ১ জানুয়ারি আয়শা সিদ্দিকা মিন্নিসহ মামলার ১০ প্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এরপর ৮ জানুয়ারি অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার শিশু আদালত।

আগামীনিউজ/জেহিন