সিনহা হত্যা

প্রধান তিন আসামি ফের ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৮, ২০২০, ০৫:০৭ পিএম
ফাইল ছবি

ঢাকা : সিনহা হত্যা মামলার প্রধান তিন আসামি বরখাস্ত ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলালকে আবারও তিন দিনের রিমান্ডে নিয়েছে র‌্যাব।

আজ শুক্রবার বিকেল তিনটার দিকে টেকনাফের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তৃতীয় দফা রিমান্ডের নির্দেশ দেয় আদালত। আসামিদের আরও চারদিনের রিমান্ডের আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা। 

এসময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদনের বিরুদ্ধে তারা আদালতে জোর যুক্তিতর্ক তুলে ধরে জামিন আবেদন করেন। 

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান তিন আসামিকে এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। পরে তাদের টেকনাফের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়।

উল্লেখ্য, ৩১ আগস্ট রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান।

আগামীনিউজ/এসপি