সিনহা হত্যা 

পুলিশের মামলায় ৩ সাক্ষী ফের ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৫, ২০২০, ০২:৪৬ পিএম
ফাইল ছবি

ঢাকা : কক্সবাজারে টেকনাফের মেরিন ড্রাইভে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় পুলিশের করা মামলার ৩ সাক্ষীর আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কক্সবাজারের টেকনাফ উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে তিন আসামি নুরুল আমিন, নিজাম উদ্দিন ও আয়াশকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে র‌্যাব এর তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রথম দফার ৭ দিনের রিমান্ডে ছিল ওই তিন আসামি।

এদিকে, দ্বিতীয় দফা রিমান্ডে ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও এসআই নন্দদুলাল রক্ষিতসহ প্রধান তিন আসামির জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। বাকি চার পুলিশকে সুবিধাজনক সময়ে দ্বিতীয় দফায় রিমান্ডে নেয়া হবে ।

প্রসঙ্গত, গত ৩১শে জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ দিয়ে হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান। তখন হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে উল্টো মামলা করেছিলো পুলিশ।

এরপর ৫ই আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। 

আগামীনিউজ/এসপি