দুদক পরিচয়ে ছিনতাইকারী চক্র গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক মার্চ ১১, ২০২০, ০২:২৬ পিএম

ঢাকা : রাজধানীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) পরিচয়ে অস্ত্রের মুখে সাড়ে ১৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, শাহআলম (৩৮), কাজী আব্দুর রাজ্জাক (৪৫), শেখ মোজাম্মেল হোসেন (৪০) ও কাজী শাহীন ওরফে সায়েম (৪৩)।

ক্যান্টনমেন্ট থানা সূত্র জানায়, গত ৫ ফেব্রুয়ারি, বেলা পৌনে ১১টায় নরওয়েস্ট কোম্পানি গুলশান ব্যাংক থেকে সাড়ে ১৩ লাখ টাকা উত্তোলন করে অফিসের উদ্দেশ্যে প্রাইভেটকারযোগে রওনা করে। তাদের গাড়িটি ক্যান্টনমেন্ট থানার ডিওএইচএসের বারিধারা বাইপাস রোডে এসে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত মাইক্রোবাস নিয়ে তাদেরকে গতিরোধ করে।

দুর্বৃত্তরা নিজেদেরকে দুদক পরিচয় দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নরওয়েস্ট কোম্পানির লোকজনকে টাকার ব্যাগসহ জোর করে মাইক্রোবাসে ওঠায়। এরপর টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তাদেরকে কুড়িল বিশ্বরোডের তিনশত ফিট রাস্তায় ফেলে চলে যায় দুর্বৃত্তরা। এ সংক্রান্তে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা হয়।

ক্যান্টনমেন্ট থানা সূত্র আরো জানায়, মামলাটি তদন্তকালে থানা পুলিশ বিভিন্ন তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১৩ ফেব্রুয়ারি ফরিদপুর থেকে প্রথমে শাহআলমকে গ্রেফতার করে। তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

তার দেয়া তথ্যের ভিত্তিতে ১৫ ফেব্রুয়ারি ভাটারা থেকে কাজী আব্দুর রাজ্জাককে ও মিরপুর থেকে কাজী শাহীন ওরফে সায়েমকে গ্রেফতার করা হয়। সর্বশেষ ৯ মার্চ খিলক্ষেত থানা এলাকা থেকে শেখ মোজাম্মেল হোসেনকে গ্রেফতার করা হয়।

উক্ত ঘটনায় গ্রেফতারকৃত কাজী আব্দুর রাজ্জাক, শাহআলম ও শেখ মোজাম্মেল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবান বন্দি প্রদান করেছেন।

আগামীনিউজ /সুমন/হাসি