সংবিধানে ৭ মার্চের ভাষণে ভুলভাবে উপস্থাপনের ব্যার্থতা নিয়ে রিট

নিজস্ব প্রতিবেদক মার্চ ৫, ২০২০, ০১:৩৫ পিএম

ঢাকা : সংবিধানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন ভুলভাবে উপস্থাপনে কর্তৃপক্ষের ব্যর্থতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রিটটি দায়ের করেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস। রিটে আইন মন্ত্রণালয় সচিব-সহ চারজনকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে সংবিধানে থাকা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ভুলটি কেনো অবৈধ ঘোষণা করা হবেনা, তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে। এছাড়াও সংবিধানে বঙ্গবন্ধুর ৭ মার্চের পূর্ণাঙ্গ ভাষণ বাংলা এবং ইংরেজিতে অন্তর্ভুক্তি চাওয়া হয়েছে।

আবেদনটির ওপর আগামী ৮ মার্চ বিচারপতি তারিক উল হাকিমের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

আগামীনিউজ/উচ্চআদালত/সবুজ