ব্যাংক ঋণ : ৯ শতাংশ সুদহারের রিট কার্যতালিকা থেকে বাদ

নিজস্ব প্রতিবেদক মার্চ ২, ২০২০, ০১:১৬ পিএম

ঢাকা : ক্রেডিটকার্ড ছাড়া অন্যসব খাতে ব্যাংক ঋণে সুদহার ৯ শতাংশ হারে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

সোমবার (০২ মার্চ) এ সংক্রান্ত রিট আবেদন শুনানির এখতিয়ার নেই উল্লেখ করে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ তা কার্যতালিকা থেকে বাদ দেন।

তবে আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ আবেদন শুনানির জন্য মঙ্গলবার এখতিয়ার সম্পন্ন (ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত) আদালতে যাবেন বলে জানিয়েছেন।

আরো পড়ুন: ব্যাংক ঋণ : সুদ হার ৯ শতাংশ চ্যালেঞ্জ করে রিট

আগামীনিউজ/মিজান