জামায়াতের ১২ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক ‌ ফেব্রুয়ারি ২৭, ২০২০, ০৬:১৬ পিএম

নাশকতা পরিকল্পনার সময় গ্রেফতার জামায়াতের ১২ নেতাকর্মীকে রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্লাত হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিরা হলেন- মাসুম বিল্লাহ, মোফাছসির বজলুর রহমান আমিনী, মোতাহার হোসেন, রাজিবুল ইসলাম, মাসুদ রানা, মহসীন উদ্দিন, ওমিদুল ইসলাম, বিল্লাল হোসেন, রাজু আহম্মেদ, আনিছুর রহমান, মহসীন হাসান ও পারভেজ হোসেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার আসামিদের আদালতে হাজির করেন এবং মামলার সুষ্ঠু তদন্তে প্রয়োজনে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর সেগুনবাগিচা আজিজ কো-অপারেটিভ ভবনের অষ্টম তলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। শাহবাগ থানার ইউবিএল পুলিশ বক্সের পুলিশের উপ-পরিদর্শক গোলাপ উদ্দিন মাহমুদ শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।

আগামীনিউজ/নিম্ন আদালত/নুসরাত