বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, আবেদন করতে পারবেন বিবাহিতরাও

চাকরি ডেস্ক জুলাই ৯, ২০২৩, ০২:৫২ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৫৯তম বিএমএ স্পেশাল (সিগন্যালস/ইএমই/এইসি), ৫২তম ডিএসএসসি (আরভি অ্যান্ড এফসি) এবং ৩৬তম ডিএসএসসি (জেএজি) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৪ আগস্ট। 

পদের নাম: ৫৯তম বিএমএ স্পেশাল (সিগন্যালস/ইএমই/এইসি), ৫২তম ডিএসএসসি (আরভি অ্যান্ড এফসি) এবং ৩৬তম ডিএসএসসি (জেএজি)

পদ সংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা, স্নাতক/ স্নাতকোত্তর (ইংরেজি/গণিত/পদার্থ/রসায়ন/ইতিহাস) অথবা, 
এলএলবি/ এলএলএম/ এমএএলএলএম

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৪ তারিখ হিসেবে অনূর্ধ্ব ২৮ বছর

উচ্চতা: পুরুষ (৫ ফুট ৪ ইঞ্চি), নারী (৫ ফুট ২ ইঞ্চি)
ওজন: পুরুষ (৫৭ কেজি), নারী (৪৯ কেজি)
বুক: পুরুষ (স্বাভাবিক ৩০ প্রসারণ ৩২), নারী (স্বাভাবিক ২৮ প্রসারণ ৩০)

নাগরিকত্ব: জন্মসূত্রে বাংলাদেশি

বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এই লিংকে ক্লিক করুন

আবেদন ফি: ১০০০ টাকা

আবেদনের সময়সীমা: ৪ আগস্ট, ২০২৩

বুইউ