এবার সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত ৫

আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৮, ২০২০, ০৯:৫০ এএম

ঢাকা : প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে পৃথিবীজুড়ে তৈরি করেছে আতঙ্ক। চীনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত কমপক্ষে ১০৬ জন মারা গেছে। এদিকে সিঙ্গাপুরে পাঁচজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছে।

সর্বশেষ চীনের উহান শহর থেকে আসা ৫৬ বছর বয়সী এক মহিলাকে শনাক্ত করা হয়েছে যার শরীরে করোনাভাইরাস থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উহান শহর থেকে আসা এক চীনা নাগরিক সোমবার অসুস্থ হলে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। তাকে আলাদা একটি কক্ষে রাখা হয়েছে। গত ১৮ জানুয়ারি পরিবারসহ ওই নারী সিঙ্গাপুরে আসেন।

উল্লেখ্য, বর্তমানে অস্ট্রেলিয়া, নেপাল, মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রেও লোকজন এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে চীনে সফর করেছেন এমন লোকজনের মাধ্যমেই এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। 

আগামীনিউজ/এমআর /এনএনআর