চীনফেরতদের বাড়িতে থাকার পরামর্শ সিঙ্গাপুরের

আন্তর্জাতিক ডেস্ক   জানুয়ারি ২৭, ২০২০, ০২:১৩ পিএম

চীনে আতঙ্ক ছড়ানো করোনাভাইরাস বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন এই ভাইরাসের নাম দিয়েছে ২০১৯ নভেল করোনাভাইরাস। মূলত চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে অস্ট্রেলিয়া, নেপাল, মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রেও লোকজন এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে।

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে, চীনে সফর করেছেন এমন লোকজনের মাধ্যমেই এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন সফরে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা এনেছে অনেক দেশই। এদিকে চীন থেকে ঘুরে এসেছেন এমন লোকজনকে দুই সপ্তাহ বাড়িতেই থাকার পরামর্শ দিয়েছে সিঙ্গাপুর। দুই সপ্তাহে প্রতিদিন দুবার করে শরীরের তাপমাত্রা মাপাসহ স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।  

চীন থেকে দেশে ফিরেছেন এমন লোকজনকে ১৪ দিন স্কুল, হেলথ কেয়ারসহ বিভিন্ন স্থানে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। ইতিমধ্যেই চীনে এই ভাইরাসে ৮০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো প্রায় তিন হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

একেবারেই প্রয়োজন না হলে তারা যেন এই মুহূর্তে চীনে সফর না করেন। বুধবার (২৯ জানুয়ারি) থেকে বিমাবন্দরগুলোতে টেম্পারেচার স্ক্রিনিং করা হবে। চীন থেকে আসা সব ফ্লাইটের যাত্রীদের এ ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

সম্প্রতি চীন থেকে দেশে ফিরেছেন ৮০০ শিক্ষার্থী। সিঙ্গাপুরকে নিরাপদ রাখতে কোনো প্রচেষ্টাই বাকি রাখা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আগামীনিউজ/হাসি/এনএনআর