নাইজেরিয়ায় উদ্ধার অভিযানের সময় বিমান বিধ্বস্তে ২৪ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৭, ২০২৩, ১১:২০ পিএম

ঢাকাঃ নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় আহত এবং নিহত সৈন্যদের সরিয়ে নেওয়ার অভিযানের সময় একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত দুই ডজন সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে ২৪৯ কিলোমিটার দূরে বিমান বিধ্বস্তে প্রাণহানির এই ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাজধানী আবুুজায় এক সংবাদ সম্মেলনে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এডওয়ার্ড বুবা বিমান বিধ্বস্তে সৈন্যদের হতাহতের ওই পরিসংখ্যান জানিয়েছেন। তিনি বলেন, বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ১৪ জন সৈন্য ছিলেন। তারা ছাড়াও আরও সাতজন আহত সৈন্য, দুই পাইলট এবং দুজন ক্রু সদস্য ছিলেন।


দেশটির নাইজার রাজ্যের শিরোরোর স্থানীয় সরকার নিয়ন্ত্রিত এলাকার চুকুবা গ্রামের কাছে সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত হামলায় হতাহত সৈন্যদের উদ্ধার অভিযানের সময় ওই দুর্ঘটনা ঘটেছে।

বুবা বলেছেন, বিমান বিধ্বস্তের কারণ জানতে তদন্ত চলছে। তবে উদ্ধার অভিযান এবং বিমান বিধ্বস্তের বিষয়ে বিস্তারি আরও কোনও তথ্য প্রকাশ করেনি দেশটির কর্তৃপক্ষ। এমনকি বিধ্বস্ত বিমানের কোনও যাত্রী বেঁচে গেছেন কি না সেই বিষয়েও কিছু জানায়নি।

এর আগে, মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট বোলা তিনুবু এক বিবৃতিতে বলেন, সামরিক বাহিনীর এই কর্মকর্তারা একটি মিশনে দায়িত্ব পালন করছিলেন। আমাদের প্রিয় দেশের সেবায় তারা চূড়ান্ত মূল্য দিয়েছেন।


তিনি বলেন, আমরা কেবল সেবক হিসেবে নয় বরং জাতীয় বীর হিসেবে চিরকাল তাদের মনে রাখব। যারা আমাদের দেশের শান্তি ও নিরাপত্তার জন্য তাদের সর্বস্ব উজার করে দিয়ে গেছেন।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম লিডারশিপের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি চুকুবায় বিধ্বস্ত হওয়ার আগে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আহত ও নিহত সৈন্যদের সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত ছিল। সশস্ত্র সন্ত্রাসীরা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে বিমানটি বিধ্বস্ত করে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

লিডারশিপ বলছে, বিমানটি কাদুনা এয়ারফিল্ড থেকে মিন্নার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। কিন্তু উড্ডয়নের পরপরই কাদুনা ও মিন্নার কন্ট্রোল টাওয়ারের সাথে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


সূত্র: আলজাজিরা, এপি।

 

এমআইসি