ঢাকাঃ আফ্রিকার দেশ সেনেগালে সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫২ জন। বুধবার (২৬ জুলাই) দেশটির উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট মাকি সাল এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
টুইটারে দেওয়া এক পোস্টে সাল জানান, সেনেগালের অন্যতম প্রধান সড়ক এন-২-এর নেগুন সার অংশে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। তবে ঠিক কখন এ দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্ট জানা যায়নি।
নিকটস্থ লওগা শহরের ডেপুটি মেয়র মাদজিগুনে গুয়ে শঙ্করে রয়টার্সকে জানান, একটি যাত্রীবাহী বাস উল্টে এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে লওগার হাসপাতালে নেওয়া হয়েছে এবং নিহতদের মরদেহ বিভিন্ন হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুরো শহর শোকাহত।
চলতি বছরে সেনেগালে দুটি যাত্রীবাহী বাস ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়েছে। এর মধ্যে একটিতে ৪০ জন এবং অন্যটিতে ২০ জন নিহত হয়।
বুইউ