ফিলিস্তিনের ২ কিশোরকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২২, ২০২৩, ০৪:২২ পিএম
দুই ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

ঢাকাঃ অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। এটা ওই অঞ্চলে চলমান সহিংসতার মধ্যে সর্বশেষ রক্তপাতের ঘটনা।

শুক্রবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমে যে কিশোর মারা যান তার নাম মুহাম্মাদ ফুয়াদ আত্তা আল-বায়েদ (১৭)। রামাল্লার পার্শ্ববর্তী উম সাফা গ্রামে তাকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রামাল্লার উত্তরে অবস্থিত জালাজোন শরণার্থী শিবিরের এ কিশোরকে তার মৃত্যুর আগে ইস্তিশারি আরব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

এতে আরও বলা হয়েছে যে ইসরায়েলি বাহিনী ওই অঞ্চলের ফিলিস্তিনিদের ওপর হামলার সময় সরাসরি গুলিবর্ষণ করেছে। এছাড়া তারা টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করেছিল।


অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে তাদের আধাসামরিক সীমান্ত পুলিশ ইউনিটের একজন সদস্যকে লক্ষ্য করে পাথর ও ঢিল ছুড়েছিল কয়েকজন ব্যক্তি (ফিলিস্তিনি)। ওই সময় তাদেরকে গুলি করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনি কর্মকর্তারা এ বিষয়ে কোনো তথ্য দেননি।


ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, শুক্রবার অধিকৃত পশ্চিম তীরের নাবলুস অঞ্চলে দ্বিতীয় গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই সময় ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত এবং অন্য এক ফিলিস্তিনি গুরুতর আহত হন।

সূত্র : আল-জাজিরা

 

এমআইসি