ঢাকাঃ বিশ্বজয়ের পর জীবনের নতুন অধ্যায় শুরু করছেন লিওনেল মেসি। ইউরোপের ফুটবল ছেড়ে পাড়ি জমিয়েছেন আমেরিকার মেজর লিগ সকারে। আজ সকালেই স্বপরিবারে পৌছেছেন ফ্লোরিডায়, শীঘ্রই নিজের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে অভিষেক হবে তাঁর। এদিকে মিয়ামির হয়ে খেলা শুরু করার আগেই রাঁধুনির রূপে দেখা গেল তাকে।
২০২১ সাল থেকেই আমেরিকার হার্ড রক ক্যাফের এম্বাসেডর হিসেবে আছেন মেসি। আর সেই ক্যাফের হয়েই একটি ক্যাম্পেইনে অংশ নিয়েছেন তিনি যার একটি বিজ্ঞাপনে রাঁধুনির রূপে দেখা গিয়েছে তাকে।
‘গ্রেটনেস হ্যাপেনস হিয়ার’ নামক ক্যাম্পেইনের সেই বিজ্ঞাপনে দেখা যায়, রাঁধুনির পোশাক পড়ে মেসি রান্নার জন্য খাবার প্রস্তুত করছেন। এদিন মেসির হাতে তৈরি মেসি চিকেন স্যান্ডউইচ নামক একটি বিশেষ খাবারও যোগ করা হয় সে ক্যাফের মেন্যুতে।
এদিকে ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তি স্বাক্ষর করতেই স্ত্রী-সন্তানসহ যুক্তরাষ্ট্রে পা রেখেছেন সাবেক এই বার্সা তারকা। আগামী ১৬ জুলাই চুক্তি স্বাক্ষরের পর মিয়ামির জার্সি গায়ে আগামী ২২ জুলাই প্রথমবার মাঠে নামতে পারেন তিনি, এমনটাই জানা গেছে মার্কিন গণমাধ্যমের বরাতে।
এমআইসি।