বোরকা পরলে ২৫০ রুপি জরিমানা!

আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৫, ২০২০, ০৫:০৫ পিএম

বোরকা পরলে জরিমানা দিতে হবে ২৫০ রুপি! কি অবাক লাগছে? হ্যাঁ এই অবাক হওয়ার মতোই নীতিমাল জারি করেছে ভারতের বিহার রাজ্যের পাটনা জেডি মহিলা কলেজ।

যদি কোনো শিক্ষার্থী বোরকা পরে কলেজে যান তবে তাকে ২৫০ ভারতীয়  রুপি জরিমানা গুনতে হবে। শনিবার (২৫ জানুয়ারি) কলেজের এমন নোটিশের পরিপ্রেক্ষিতে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানা যায়।

নোটিশে ‘ড্রেসকোড লঙ্ঘন’ অজুহাতে শিক্ষার্থীদের জন্য বোরকা পরাকে নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ। এতে বলা হয়, ‘সব শিক্ষার্থীকে কলেজে নির্ধারিত ড্রেসকোড অনুসরণ করে আসতে হবে। কলেজে বোরকা পরে আসতে শিক্ষার্থীদের নিষেধ করা হচ্ছে।’

কলেজটির প্রধান বীণা অমৃত স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করার জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আগামীনিউজ/এস