মেক্সিকোতে বাজারে মুখোশধারীদের হামলা-আগুন, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১১, ২০২৩, ১২:১৫ পিএম

ঢাকাঃ উত্তর আমেকিার দেশ মেক্সিকোতে মুখোশধারীদের হামলায় ৯ জন নিহত হয়েছেন। মূলত মুখোশধারী একদল লোক দেশটির মধ্যাঞ্চলীয় টোলুকা শহরের প্রধান একটি বাজারে মারাত্মক হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে আটজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা যান। তবে কারা এই হামলা চালিয়েছে তার দায় কেউ এখনো স্বীকার করেনি। এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি আইন শৃঙ্খলাবাহিনী।

টোলুকা শহরের মেয়র জানান, ব্যবসায়ী এবং মার্কেটের মালিকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এমন ঘটনা ঘটতে পারে। তবে মার্কেটে আগুন লাগানোর আগে সেখানে বন্দুক হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাষ্ট্রীয় প্রসিকিউটরদের বিবৃতিতে বলা হয়েছে যে, ঘটনাটি বাজারে বাণিজ্যিক স্থানের দখল নিয়ে অভ্যন্তরীণ বিরোধের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

এই বাজারটি মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম বাজার। এখানে প্রতিদিন ২৬ হাজারেরও বেশি ভ্রমণকারী আসেন। দেশটিতে বাজারে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা এই প্রথম নয় নয়। এর আগে স্টল বসানো নিয়ে দ্বন্দ্বের কারণে বেশ কয়েকটি আগুন লাগানোর ঘটনা ঘটেছে।

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে লুটপাট, হত্যা ও মাদক চোরাচালান অনেকটা স্বাভাবিক ঘটনা। প্রতিদিনই সন্ত্রাসী হামলায় প্রাণহানির খবর আসছে। নিরাপত্তা বাহিনী অভিযান চালালেও অপরাধ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

বুইউ