চীনে কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে ৬ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১০, ২০২৩, ১১:৪৯ এএম
প্রতীকী ছবি

ঢাকাঃ চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে একটি কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে ছয়জন নিহত ও একজন আহত হয়েছে। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

পুলিশ জানিয়েছে যে, এই ঘটনায় তারা ২৫ বছর বয়সি একজনকে গ্রেফতার করেছে এবং হামলার কারণ অনুসন্ধান করছে।

তারা ভুক্তভোগীদের সম্পর্কে কোনো বিবরণ প্রকাশ করেনি তবে এটিকে 'ইচ্ছাকৃত হামলা' বলে অভিহিত করেছে।

পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭.৪০ টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন শিক্ষক, দুইজন অভিভাবক এবং তিনজন শিক্ষার্থী রয়েছেন।

গত বছর দক্ষিণ-পূর্ব চীনের জিয়াংসি প্রদেশের একটি কিন্ডারগার্টেনে আরেকটি ছুরি হামলায় তিনজন নিহত এবং ছয়জন আহত হয়। এএফপির প্রতিবেদনে বলা হয়, মুখোশ পরা ব্যক্তি প্রাইভেট কিন্ডারগার্টেনে ঢুকে হামলা চালায়।

২০২২ সালের এপ্রিলে অনুরূপ আরেকটি হামলায় দক্ষিণ চীনের একটি কিন্ডারগার্টেনে একজন ছুরিধারী ব্যক্তি প্রবেশ করলে দুই শিশু নিহত হয় এবং ১৬ জন আহত হয়।

কঠোর বন্দুক নিয়ন্ত্রণ এবং কঠোর নিরাপত্তার কারণে চীনে হিংসাত্মক অপরাধ বিরল। তবে সাম্প্রতিক বছরে স্কুলসহ বেশ কয়েকটি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

দ্য স্ট্রেইটস টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, এসব ঘটনা বৃদ্ধির পেছনে চীনের বিশেষজ্ঞরা ক্রমাগত বৈষম্যের কারণে উদ্বেগের দিকে ইঙ্গিত করেছেন।

বুইউ