ঢাকাঃ শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার কেপুলাওয়ান বাতুতে। স্থানীয় সময় রোববার (২৩ এপ্রিল) সকালে প্রায় ৬ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে বলে জানায় ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।
ইএমএসসির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। এর কিছু সময় পর ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
ইএমএসসির তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৪৩ কিলোমিটার ও দ্বিতীয়টির গভীরতা ছিল ৪০ কিলোমিটার।
এর আগে, শুক্রবার (১৪ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দ্বীপটির সুরাবায়া, তুবান, ডেনপাসার এবং সেমারাঙ অঞ্চলে ভূমিকম্পটির তীব্রতা অনুভূত হয়।
ইন্দোনেশিয়া তথাকথিত ‘প্যাসিফিক রিং অব ফায়ারের’ ওপর অবস্থিত, যা অত্যন্ত সক্রিয় একটি সিসমিক জোন বা ভূমিকম্প প্রবণ এলাকা। এ অঞ্চলে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন প্লেট মিলিত হয় ও অসংখ্য আগ্নেয়গিরি তৈরি করে। প্লেটের সংঘর্ষ ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।
বুইউ