ঢাকাঃ মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন অভিবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় রবিবার (১৯ ফেব্রুয়ারি) মধ্য মেক্সিকান প্রদেশ পুয়েবলাতে এ দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতদের সবাই ভেনিজুয়েলা, কলম্বিয়া এবং মধ্য আমেরিকার অভিবাসী বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার বিকালে ৪৫ জন অভিবাসী প্রত্যাশীকে নিয়ে পুয়েবলা প্রদেশে থেকে উত্তরের দিকে যাওয়ার পথে হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ের গায়ে ধাক্কা খায় বাসটি। এতে দুমড়েমুচড়ে যায় এর একাংশ। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের। এছাড়া হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও দুইজনের। এখনও চিকিৎসাধীন আছেন ১৩ জন।
নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক জানিয়ে পুয়েবলা রাজ্যের স্বরাষ্ট্র সচিব জুলিও হুয়ের্তা বলেন, “মেক্সিকো থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে তল্লাশি এড়াতে ট্রাক ও বাস বেছে নেন প্রায়ই অভিবাসী প্রত্যাশীরা। এতে প্রায় দুর্ঘটনার শিকার হতে হয়।
এর আগে ২০২১ সালে অভিবাসন প্রত্যাশী বহনকারী ট্রাক উল্টে ৫৬ জন নিহত হয়েছিল।”
বুইউ