গুজরাটের সুরাতে একটি বহুতল ভবনে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে ভয়াবহ আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪০টি ইঞ্জিন। সুরাতের রঘুবীর মার্কেটে ভয়াবহ আগুন লাগে। আগুনের শিখা গ্রাস করে পুরো মার্কেটটিকে। কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা। এখনো পর্যন্ত কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
একটি সূত্র জানিয়েছে, আজ সকালে আচমকাই আগুন লেগে যায় ওই বহুতল ভবনটিতে। ঘটনাস্থলে আগুন নেভাতে পৌঁছেছে ৪০টি দমকলের ইঞ্জিন। ৩টি হাইড্রোলিক ক্রেনের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে।
বহুতল ভবনটিতে কেউ আটকে নেই বলে জানা গিয়েছে। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের। প্রকৃত কারণ জানা যায়নি এখনো। ঘটনার তদন্ত চালানো হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত বছর মে মাসে সুরাতে একটি বহুতলের ভয়াবহ আগুনে মৃত্যু হয়েছিল ২০ জন শিশুর। ওই সময় তক্ষশীলা আর্কেড বিল্ডিং তৃতীয় তলায় পড়তে গিয়েছিল একাধিক ছাত্রছাত্রী। আচমকা আগুন লাগায় ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। ভয়ে প্রাণ বাঁচাতে ওপর থেকে লাফ দেয় অনেকে।
আগামীনিউজ/ হাসি/এনএনআর