ঢাকা : পরমাণু অস্ত্র বহনে সক্ষম কে-ফোর ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।
রবিবার (১৯ জানুয়ারি) অন্ধ্রপ্রদেশের উপকূল থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। ভারতের আশা, নতুন এই ক্ষেপণাস্ত্র তাদের নৌবাহিনীর শক্তি বিপুল পরিমাণে বাড়িয়ে দেবে। কে-ফোর মিসাইল ক্ষেপণাস্ত্রটি ১২ মিটার দীর্ঘ এবং ওজন ১৭ টন। এই ক্ষেপণাস্ত্রটির বিশেষত্ব হলো, এটি রাডারের মধ্যে সহজেই আসে না।
দেশটির গণমাধ্যম জানায়, রবিবার ভোরে সমুদ্রের নিচে একটি প্ল্যাটফরম থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। এটি সাড়ে ৩ হাজার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনের (ডিআরডিও) তৈরি এই ক্ষেপণাস্ত্রকে শিগগিরই আইএনএস আরিহান্ট শ্রেণির পরমাণু সঞ্চালিত ডুবোজাহাজে যুক্ত করা হবে। তবে তার আগে আরো পরীক্ষা করা হতে পারে।
ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন (ডিআরডিও) যে দুটি আন্ডার ওয়াটার মিসাইল তৈরি করেছে, কে-ফোর তার অন্যতম। এছাড়া ৭০০ কিলোমিটারের বেশি স্ট্রাইক রেঞ্জের বিও ফাইভ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে তারা।
উল্লেখ্য, ২০১২ সালে অগ্নি-১-এর সফল পরীক্ষার পর ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর দ্বিতীয়, ২০১৫ সালের ৩১ জানুয়ারি তৃতীয় এবং ২০১৬ সালের ২৬ ডিসেম্বর চতুর্থ পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ হয়েছিল। সে সময় বলা হয়েছিল, সেটা ছিল তিন পর্যায়ে মিসাইল পরীক্ষার চতুর্থ এবং চূড়ান্ত পরীক্ষা। এছাড়াও ২০১৮ সালের জানুয়ারিতে অগ্নি-৫ পরীক্ষার মধ্য দিয়ে আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ক্লাবে যুক্ত হয় ভারতের নাম।
আগামীনিউজ/এমআর/এনএনআর