ভিয়েতনামে রাতের আঁধারে বারে আগুন, নিহত অন্তত ১২

আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ৭, ২০২২, ০১:০১ পিএম

ঢাকাঃ ভিয়েতনামে একটি বারে অগ্নিকাণ্ডে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪০ জন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার রাতে দক্ষিণ ভিয়েতনামের একটি কারাওকে বারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, রাতে শিল্প উৎপাদন কেন্দ্র বিন ডুয়ং প্রদেশের একটি জনাকীর্ণ কারাওকে বারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাত ৯টার দিকে তিন তলা ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার বারে আগুন লাগে। এক পর্যায়ে সেটি ছড়িয়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ৪০ জনকে আন ফু হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

রাতে আগুন ছড়িয়ে পড়লে সেখানে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। গ্রাহক ও বারের কর্মীদের অনেকেই দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে লাফিয়ে বের হতে গিয়ে আহত হন।

এমবুইউ