ঢাকাঃ সম্প্রতি ভারতের বিহার রাজ্যের নাওয়াদা জেলা শহরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে একজন তরুণী এক যুবককে তাড়া করছেন, এবং বলছেন— তাকে বিয়ে করতে হবে।
সোমবার দুপুরের দিকে নাওয়াদা শহরের একটি সড়কে ঘটেছে এই ঘটনা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নাওয়াদা শহরের ভগত সিং চকে ওই তরুণী তার বাবা-মায়ের সঙ্গে বাজারে এসেছিলেন। সেখানে এসেই তিনি তার হবু বরের দেখা পান। এরপর সেই তরুণী হবু বরকে তাড়া করেন, ওই যুবকও ছুটতে থাকে। এ সময় যুবতীটি চিৎকার করে দাবি করতে থাকেন—এখনই তাকে বিয়ে করতে হবে।
এমন পরিস্থিতি দেখে স্বাভাবিকভাবেই রাস্তায় লোক জড়ো হয়ে যায়। তারপর ওই যুবক ও তরুণীকে সামলে তাদের দুজনকেই ঘিরে ধরেন স্থানীয় জনতা। এ সময় ঘটনাস্থলে উপস্থিতি হন স্থানীয় পুলিশ সদস্যরাও। যুবক ও তরুণীকে পাকড়াও করে স্থানীয় থানায় নিয়ে যান তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে এই যুবকের সাথে বিয়ে ঠিক হয়েছিল তরুণীর। কিন্তু বিয়ের আগেই ওই ব্যক্তি পণ বাবদ তরুণীর পরিবারের কাছে নগদ ৫০ হাজার রুপি ও একটি মোটরসাইকেল দাবি করেন। তরুণীর বাড়ির লোকজন তার কথা মেনে নগদ অর্থ ও মোটরবাইক যুবককে প্রদানও করেন।
অর্থ ও মোটরসাইকেল হাতে পাওয়ার পর মন ঘুরে যায় ওই ব্যক্তির। বিভিন্নভাবে এড়িয়ে যেতে থাকেন বিয়ের কথা। পণের উপহার পাওয়ার পর তিন মাসেরও বেশি সময় ধরে ওই তরুণী ও তার পরিবারকে ঘোরাচ্ছিলেন ওই যুকব।
তাই সোমবার ওই তরুণী বাধ্য হয়েই তার হবু বরকে রাস্তায় দেখতে পেয়ে এমন কান্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
টাইমস নাউয়ের খবর অনুসারে, থানায় নিয়ে বোঝানোর পর দুই পক্ষই বিয়েতে সম্মত হয়। পরে থানার পাশের মন্দিরে সাতপাঁকে বাঁধা পড়েন তরুণ-তরুণী। স্বার্থক হয় মেয়েটির চেষ্টা।
এমবুইউ