দক্ষিণ আফ্রিকায় বারে বন্দুক হামলা, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১০, ২০২২, ০৩:০৩ পিএম

ঢাকাঃ  দক্ষিণ আফ্রিকার সোয়েটো শহরে একটি বারে বন্দুক হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় রোববার ভোরে এই ঘটনা ঘটে।

পুলিশ লেফটেন্যান্ট ইলিয়াস মাওয়েলা বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১২ জন নিহত দেখতে পায়। বাকিরা পরে মারা যায়। খবর এনডিটিভির

তিনি বলেন, আরো কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পানশালাটি জোহানেসবার্গের বৃহত্তম টাউনশিপে অবস্থিত।

লে. জে. এলিয়াস মাওয়েলা বলেন, ঘটনাস্থলে পাওয়া কার্তুজের সংখ্যা নির্দেশ করছে সেখানে অবস্থানরতদের ওপর গুলি চালিয়েছে একটি সংঘবদ্ধ দল। তিনি বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, বৈধ পানশালায় সঠিক সময়ে এসব মানুষ নিজেদেরকে উপভোগ করছিল।

পুলিশ কমিশনার আরও বলেন, ‘হঠাৎ করে গুলির শব্দ শোনা যায়, এরপর মানুষ পানশালা থেকে বের হওয়ার চেষ্টা করে। হামলার উদ্দেশ্য বা কেন এসব মানুষকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে সে সম্পর্কে এখনও পূর্ণাঙ্গ কিছু জানা যায়নি’।

এর আগে গত মাসে দেশটির পূর্ব কেপ প্রদেশের একটি পানশালায় ১৭ জন কিশোরকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহতদের হাসপাতালে নেয়া হলে মারা যায় আরও চার জন। রহস্যজনক এই মৃত্যু নিয়ে বিশ্বজুড়ে আলোচনার সৃষ্টি হয়। পুলিশ কিশোরদেরকে বিষ প্রয়োগে হত্যা করা হতে পারে বলে ধারণা করে।

এমবুইউ