স্পেনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ১

আগামী নিউজ ডেস্ক জানুয়ারি ১৫, ২০২০, ১১:২৭ এএম

স্পেনের স্বায়ত্তশাসিত কাতালোনিয়া অঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের পর আগুন ধরে একজন নিহত, একজন নিখোঁজ ও আরো আটজন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে লা ক্যানোনজা শহরের কিমিকাস দেল অক্সিদো দে এতিলেনো কারখানায় বিস্ফোরণটি ঘটে বলে বিবিসি জানিয়েছে। 

বিস্ফোরণের পর ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে। সম্ভবত রাসায়নিক দুর্ঘটনার কারণে অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

দমকল কর্মীরা গভীর রাত পর্যন্ত চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত ওই ব্যক্তির মৃতদেহ নিকটবর্তী ধসে পড়া একটি ভবন থেকে উদ্ধার করা হয়।

কাতালোনিয়ার সিভিল প্রটেকশন সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত দুজনের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। নিখোঁজ ব্যক্তি কারখানাটির একজন কর্মী। উদ্ধারকারীরা তার খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার রাতে কাতালান নেতা কুইম তোরা সাংবাদিকদের বলেন, এখন আমরা জনগণের কাছে আত্মবিশ্বাসের সঙ্গে শান্ত থাকার বার্তা পাঠাতে পারি। কোনো বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়েনি তাই লোকজন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে।

এর কিছু সময় পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ কাতালান কর্তৃপক্ষকে দুর্ঘটনা নিয়ন্ত্রণে সহায়তা করার প্রস্তাব দেন।

আগামী নিউজ/ হাসি/এনএনআর