দুই মাস পর প্রাণ ফিরে পেল সাংহাই

আন্তর্জাতিক ডেস্ক জুন ১, ২০২২, ০১:২৭ পিএম

ঢাকাঃ টানা দুই মাস পর সাংহাইয়ে বুধবার থেকে কোভিড লকডাউন শিথিল করা হয়েছে। এর ফলে চীনের অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত শহটির বেশিরভাগ মানুষ এখন অবাধে চলাচলের সুযোগ পাবেন। করোনার বিধিনিষেধ শিথিল হওয়ায় মানুষের আনন্দের সীমা নেই। বুধবার প্রথম প্রহরে সাংহাইয়ের পথেঘাটে আনন্দে ঘুরে বেড়িয়েছে বাসিন্দারা। এতে নতুন করে যেন প্রাণ ফিরে পেয়েছে চীনের অর্থনৈতিক কেন্দ্র এবং বৈশ্বিক বাণিজ্যিক হাব সাংহাই।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লকডাউন পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। শুধু কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ‘শূন্য কোভিড’ নীতিও বহাল রয়েছে। আক্রান্ত ব্যক্তিদের কোয়ারেন্টিন বা হাসপাতালে পাঠানোর পাঠানোর নিয়মও চালু থাকছে।

কিছু বিধিনিষেধ এখনও বহাল থাকলেও সামগ্রিকভাবে লকডাউন শিথিলের সিদ্ধান্তের প্রশংসা করেছেন সাংহাই সরকারের মুখপাত্র ইন জিন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এই দিনটির স্বপ্ন আমরা বহু দিন ধরে দেখেছিলাম। বহু কষ্টে এই দিনটি এসেছে। এটিকে সযত্নে লালন করতে হবে। যে শহরের সঙ্গে আমরা পরিচিত এবং যে শহরটিকে আমরা মিস করছিলাম, সেই সাংহাইয়ে ফের স্বাগত।’

এরইমধ্যে শহরটিতে সব ধরনের গণপরিবহন চালু হয়ে গেছে। তবে সিনেমা হল, জাদুঘর ও জিমনেসিয়ামগুলো এখনই খুলছে না। বেশির ভাগ স্থানে প্রবেশের ক্ষেত্রে ‘সবুজ স্বাস্থ্য কোড’ দেখাতে হবে। যারাই অন্য শহর থেকে ঘুরে আসবেন, শহরে ঢোকার পরপরই তাঁদের ৭ থেকে ১৪ দিনের কোয়ারেন্টিনে যেতে হবে।

উল্লেখ্য, লকডাউনে সাংহাইয়ের অনেক বাসিন্দার আয় কমেছে। লকডাউনের সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খেতে হয়েছে। পশ্চিমা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানসহ বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠানের ওপর টানা বিধিনিষেধের নেতিবাচক প্রভাব পড়েছে।

এমবুইউ