২২দিন পর বরফের ভেতর থেকে যুবক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১৩, ২০২০, ০৫:৩৩ পিএম

চারদিক শুধু বরফ আর বরফ। তারই মাঝে একটি স্লিপিং ব্যাগ আর মোটা চাদর নিয়ে ২২দিন কাটালেন ৩০ বছর বয়সী যুবক টাইসন স্টিলি। 

যুক্তরাষ্ট্রের আলাস্কার প্রত্যন্ত এলাকায় একটি ভ্যানে দিনযাপন করেন স্টিলি। সঙ্গী ছিল বাদামী রঙের একটি ল্যাব, ফিল। কিন্তু তার সাধের কেবিনটি আগুনে পুড়ে ছাই হয়ে গেলে আশ্রয়হীন হয়ে পড়েন অত্যাধিক ঠান্ডায়। আগুনে মারা যায় ফিলও।
 
স্টিলি সংবাদমাধ্যমকে জানান, তারই দোষে কেবিনে আগুন লাগে। উডআভেনে কার্ডবোর্ড দিয়ে ফেলায় আগুন ধরে যায়। সেটি খুব তাড়াতাড়ি ছড়িয়েও পড়ে। আগুন থেকে নিজে তো বেঁচেছেন বটেই, সঙ্গে বুদ্ধি করে স্লিপিং ব্যাগ, মোটা কম্বল আর কিছু খাবারের ক্যান বের করে আনেন। নিজের কেবিন পুড়ে গেলে খোলা আকাশের নিচেই বরফ আর ঠান্ডার মধ্যে আশ্রয় নিতে হয়।

কিন্তু ঠান্ডার হাত থেকে কত দিন বাঁচবেন, এই আশঙ্কায় বরফের ওপর একটি বড় করে লেখেন SOS। যদি কেউ সেই লেখা দেখে তাকে উদ্ধার করেন। ঠিক এমন সময়ে আলাস্কার স্টেট ট্রুপাররা হেলিকপ্টার নিয়ে আকাশপথে রুটিন মাফিক নজরদারি শুরু করলে স্টিলির লেখা চোখে পড়ে।

উদ্ধারকারীদের একটি ভিডিওতে দেখা গেছে, বরফের চাদরে এক ব্যক্তি হাত নাড়িয়ে চপারের উদ্দেশ্য কিছু বলছেন। টপার নামানোর অনুরোধ করছেন। এলাকাটি স্কওয়েটনা থেকে ২৯ মাইল দূরে। এও জানা গেছে, টাইসন আদতে উটাহ থেকে এই এলাকায় এসেছিলেন।

স্টিলিকে উদ্ধারকারী দল জানায়, এমন একটি জায়গায় টাইসন স্টিলি আটকে পড়েছিলেন, যেখান থেকে সড়কপথের কোনও চিহ্ণ নেই। উদ্ধারের পর তিনি জানিয়েছেন, এতদিন শুধুমাত্র পিনাট বাটার আর আনারস খেয়ে বেঁচেছিলেন। নিজেকে বাঁচাতে ফের কেবিন বানানোর তোড়জোর শুরুও করেছিলেন।

 

এএম