ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক মে ৪, ২০২২, ০৪:০৩ পিএম

ঢাকাঃ আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের শক্তির জানান দিলো উত্তর কোরিয়া। প্রতিবেশি দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দাবি, পূর্ব উপকূলের দিকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) বলেন, স্থানীয় সময় দুপুর ১২টা ৩ মিনিটে সুনান এলাকা থেকে উৎক্ষেপণ করা হয় ক্ষেপণাস্ত্রটি। জাপানের কোস্টগার্ড একে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বলছে। যত দ্রুত সম্ভব পারমাণবিক শক্তির গতি বাড়ানোর প্রতিশ্রুতির এক সপ্তাহের মধ্যেই আবারও ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া। এটি তাদের চলতি বছরের ১৪তম পরীক্ষা।

উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি ৭৮০ কিলোমিটার উচ্চতা দিয়ে উড়ে ৪৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। পারমাণবিক শক্তিকে ‘যতটা সম্ভব দ্রুততম গতিতে’উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার প্রায় সপ্তাহখানেক পরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এ ঘটনা ঘটল।

খবরে জানা যায়, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে ছুড়ে দেয়া ক্ষেপণাস্ত্রটি একটি মধ্যমপাল্লার ব্যালিস্টিক মিসাইল (আইআরবিএম)। একই স্থান থেকে এর আগে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘হোয়াসং-১৭’র পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি শনাক্ত করেছে জাপানের কোস্ট গার্ডও। উৎক্ষেপণ করা উত্তর কোরিয়ার মিসাইলটি ভূমিতে অবতরণ করেছে বলে নিশ্চিত করেছে তারা।

চলতি বছর ১৪ বার বড় ধরনের অস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যার মধ্যে জানুয়ারি মাসে সাত দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। ১০ মে দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওল শপথ গ্রহণের আগে এ ঘটনা অনেকটাই চাপ বাড়াবে বলে মনে করা হচ্ছে।

এমএম