দক্ষিণ আফ্রিকায় বন্যায় মৃত্যু বেড়ে ৪৪৩

আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১৮, ২০২২, ০৯:৫১ এএম

ঢাকাঃ ভারি বৃষ্টিপাতের পর বন্যা ও ভূমিধসে দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে নিহতের সংখ্যা বেড়ে ৪৪৩ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ থাকা বহু মানুষের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। 

গৃহহীন হয়ে পড়েছেন আরও ৪০ হাজারের মতো মানুষ। এর মাঝে শনিবার ফের বৃষ্টি হওয়ার কারণে বন্যা পরিস্থিতির আরও অবনতির হয়েছে দেশটিতে।

আবহাওয়া পরিস্থিতি ভাল না হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। দেশটির জরুরি সেবা বিভাগ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কোয়াজুলু-নাটাল (কেজিএন) প্রদেশে উচ্চ সতর্কতা জারি করেছে। সেখানে এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম চালাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে চার হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

আফ্রিকার ব্যস্ততম বন্দর নগরি দুর্বানে বহু ঘরবাড়ি, স্থাপনা বিধ্বস্ত হয়েছে। বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বহু মানুষ। একজন প্রাদেশিক কর্মকর্তা ধারণা দিয়েছেন যে, শুধু অবকাঠামো খাতে ক্ষয়ক্ষতি প্রায় ১০ বিলিয়ন ডলার।

প্রাদেশিক মুখ্যমন্ত্রী শিলে জিকালালা বলেছেন, মৃতের সংখ্যা ৪৪৩ হয়েছে এবং ৬৩ জনের কোনও হদিস নেই।

সবচেয়ে বেশি আক্রান্ত এলাকার বাসিন্দারা বলছেন, আরও বৃষ্টির আশঙ্কায় ভীত হয়ে পড়েছেন তারা। রবিবার আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অনেকেই হারানো প্রিয়জনের খবর পাওয়ার জন্যও অধীর অপেক্ষায় আছেন।

সানশাইন গ্রামের বাসিন্দা সোবোঙ্গেলে মোজোকা কয়েক দিন ধরেই আট বছরের ভাইপোকে খুঁজে পাচ্ছেন না। তিনি বলেন, ‘আমরা আশা হারাইনি। যদিও দিন গড়ালে ভয় বাড়ছে। আমরা বৃষ্টি দেখলেই ট্রমাগ্রস্ত হয়ে পড়ছি।’

কাছের অপর এক গ্রামের বাড়ির দেয়াল ধসে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। ওই পরিবারের চার বছরের এক শিশু এখনও নিখোঁজ।

প্রেসিডেন্ট সিরিল রামাফোসার কার্যালয় থেকে শনিবার জানানো হয়, দুর্যোগের কারণে প্রেসিডেন্টের সৌদি আরব সফর বিলম্ব হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের কথাও জানায় কর্তৃপক্ষ। এর আগে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এই দুর্যোগকে তিনি ‘ব্যাপক আকারের বিপর্যয়’ বলে তুলে ধরেন। রামাফোসা বলেন, এটি জলবায়ু পরিবর্তনের অংশ।

প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় মনোনিবেশ করতে পরিকল্পিত সৌদি আরব সফর পিছিয়ে দিয়েছেন। সংকট মোকাবিলায় মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এমএম