ভারতে একদিনে করোনা শনাক্ত ২ লাখ ৩৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৯, ২০২২, ০১:০২ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ মঙ্গলবার থেকেই ভারতের দৈনিক আক্রান্তের সংখ্যা তিন লাখের নিচে। সেই ধারা অব্যাহত থাকল শনিবারও। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৫৩২ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে শনিবার আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।

ভারতে কমেছে দৈনিক সংক্রমণের হারও। বৃহস্পতিবার করোনার দৈনিক সংক্রমণের হার ছিল ১৯ দশমিক ৫৯ শতাংশ। শুক্রবার তা কমে হয় ১৫ দশমিক ৮৮ শতাংশ। শনিবার তা আরও কমে হল ১৩ দশমিক ৩৯ শতাংশ।

ভারতজুড়ে সুস্থতার হারও সামান্য বেড়েছে। বর্তমানে ভারতে সুস্থতার হার ৯৩ দশমিক ৮৯ শতাংশ।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কারণে ভারতে মোট ৮৭১ জনের মৃত্যু হয়েছে। তবে কেরালায় পুরানো ২৫৮ জন মৃতের নাম এ তালিকায় যোগ হওয়ায় মৃত্যুর সংখ্যাতে এ বৃদ্ধি লক্ষ করা গেছে।

বর্তমানে পৃথিবীর সব থেকে বেশি করোনা আক্রান্তের দেশ যুক্তরাষ্ট্র। এর পরই রয়েছে ভারত। ভারতে এখনও পর্যন্ত মোট চার কোটি আট লাখ ৫৮ হাজার ২৪১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এ মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা মোট আক্রান্তের ৪ দশমিক ৯১ শতাংশ। ভারতে এ মুহূর্তে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২০ লাখ ৪ হাজার ৩৩৩ জন।

এখনও পর্যন্ত ভারতে মোট ১৬৫ কোটি ৪ লাখ ৮৭ হাজার ২৬০ টিকা দেয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট টিকা প্রাপকের সংখ্যা ৫৬ লাখ ৭২ হাজার ৭৬৬ জন।

শুক্রবার নতুন করে ৮৭১ জন মৃতের তালিকা প্রকাশ হওয়ায় ভারতে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ৯৩ হাজার ১৯৮ জন।

আগামীনিউজ/নাসির