করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর দেশ রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৯, ২০২২, ১২:৩৩ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ রাশিয়ায় কোভিড-১৯ এ মৃত্যু ৭ লাখ ছাড়িয়ে গেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের পর মহামারীতে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর দেশ হয়ে দাঁড়িয়েছে রাশিয়া।

শুক্রবার দেশটিতে মহামারীতে মৃত্যু দুঃখজনক এ মাইলফলক পার করে। এ দিন রাশিয়ান ফেডারেশন ফেডারেল স্টেট স্ট্যাটিস্টিকস সার্ভিসের (রোসট্যাট) জানায়, ডিসেম্বরে কোভিডে অথবা কোভিডজনিত কারণে দেশজুড়ে ৫৪ হাজার ৬৩০ জনের মৃত্যু হয়েছে, এর আগে নভেম্বরে করোনাভাইরাসে মাসিক মৃত্যু রেকর্ড উচ্চতায় পৌঁছে ৯০ হাজারের কাছাকাছি চলে গিয়েছিলো আর তাতে যুক্তরাষ্ট্রের পর মহামারীতে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর দেশ হয়ে দাঁড়িয়েছে রাশিয়া।

ডিসেম্বরের শেষ পর্যন্ত রোসট্যাটের পরিসংখ্যান এবং জানুয়ারির জন্য করোনা ভাইরাস টাস্ক ফোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে রয়টার্সের করা হিসাবে মহামারীতে রাশিয়ায় মোট মৃত্যু ৭ লাখ ১ হাজার ৭০৩ জনে পৌঁছে গেছে।

রাশিয়ার মৃত্যু সংখ্যায় এখনও অতি দ্রুত ছড়ানো ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাব উল্লেখযোগ্য হয়ে উঠেনি। তবে এই ভ্যারিয়েন্টের প্রভাবে জানুয়ারিতে দৈনিক সংক্রমণ বাড়তে শুরু করেছে।

আগামীনিউজ/নাসির