ফিলিপাইনে সুপার টাইফুন রাইয়ের আঘাতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ১৭, ২০২১, ০৫:০০ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সুপার টাইফুনের (রাই) আঘাতে শেষ খবর পাওয়া পর্যন্ত চারজনের প্রাণহানি ঘটেছে। এখনো উদ্ধার কাজ চলছে। এমনকি নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের কয়েক লাখ বাসিন্দাকে।

র‍্যাপলার নিউজ ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, শুক্রবার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল পর্যন্ত দেশটির মধ্যাঞ্চলীয় নিগ্রোস অক্সিডেন্টাল প্রদেশে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬৪ বছর বয়সী এক নারীও রয়েছেন। এই বৃদ্ধা সান কারলোসে নিজ ঘরে গাছ ভেঙে পড়ে প্রাণ হারান।

নিগ্রোস অক্সিডেন্টাল প্রদেশের গভর্নর ইউজেনিও হোসে ‘বং’ ল্যাকসন বলেছেন, রাজ্যের দক্ষিণাঞ্চলীয় একটি শহর টাইফুনের আঘাতে প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, গাছপালা ও বিভিন্ন প্রতিষ্ঠান। দেশটির কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

জানা গেছে, সুপার টাইফুনটি বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় বিকালে ফিলিপাইনরে জনপ্রিয় পর্যটন দ্বীপ সিয়ারগাওয়ের স্থলভাগে আঘাত হানে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ কিলোমিটার। দ্বীপটির কিছু অংশে বিদ্যুৎ ও যোগাযোগ লাইন বিচ্ছিন্ন রয়েছে। ফ্লাইট চলাচল ও বন্দরগুলো আপাতত বন্দ রাখা হয়েছে।

বিশ্লেষকদের মতে, চলতি বছর ফিলিপাইনে আঘাত হানতে যাওয়া এটি ১৫তম ঝড়; যা সবচেয়ে শক্তিশালী বলে জানিয়েছে দেশটির বায়ুমণ্ডলীয়, ভূ-ভৌতিক এবং জ্যোতির্বিদ্যা পরিষেবা প্রশাসন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য রেড ক্রসের স্থানীয় প্রধান আলবার্তো বোকানেগ্রা বলেন, এই দানবীয় ঝড়টি খুবই ভীতিকর। যা দেশটির উপকূলের বাসিন্দাদের মারাত্মক হুমকির মুখে ফেলেছে।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্রটি সাত হাজার ছয়শরও বেশি দ্বীপের একটি দ্বীপপুঞ্জ। বছরে প্রায় ২০টি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় দেখে। যার ফলে বন্যা এবং ভূমিধস হয়।

আগামীনিউজ/নাসির