তৃণমূল প্রার্থীর প্রচারে ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর

আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ১২, ২০২১, ০৯:০৯ এএম
ছবি: সংগৃহীত

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমের অবদানে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুর থেকে গোটা রাজ্যসহ বাংলাদেশে ভাইরাল ‘কাঁচা বাদাম’ গানটি। বাদাম বিক্রির সময় নতুন সুর তুলে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন দুবরাজপুরের ভুবন বাদ্যকর। এই গায়কই এবার এলেন কলকাতায়। ভোটের আগে তৃণমূলের প্রচার জমে উঠল কাঁচা বাদামের সুরে।

শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রবীন্দ্র সরোবর এলাকায় ভুবন বাদ্যকরের সঙ্গে আড্ডা জমালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। সেখানে একটি চায়ের দোকানে জমে উঠলো আড্ডা। তার হাতে সাহায্যের অর্থস্বরূপ ২০ হাজার টাকা তুলে দিলেন মদন মিত্র।

এর আগে শনিবার সকালে তিনি কলকাতায় এসে প্রথমে ১৪নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তীর হয়ে প্রচার করেন। রাস্তায় নেমে গান শোনান, প্রার্থীর সঙ্গে পায়ে পা মেলান, নিজের ভাইরাল গানটি নিজের গলায় গেয়েছেন। এমন একজন প্রান্তিক শিল্পীকে কলকাতার মানুষের সঙ্গে পরিচিত করানোর লক্ষ্যেই তাকে ডেকে আনা বলে জানিয়েছেন প্রার্থী অমল চক্রবর্তী।

আগামীনিউজ/ হাসান