কন্যা সন্তানের বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ১০, ২০২১, ১১:৩০ এএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ কন্যা সন্তানের বাবা হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে লন্ডনের একটি হাসপাতালে এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন তার স্ত্রী ক্যারি সাইমন্ডস মা এবং মেয়ে দুজনেই ভালো আছেন। ওই দম্পতির মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে বরিস ও তার স্ত্রী ক্যারির কোল আলো করে এসেছে এক কন্যা সন্তান।

এই দম্পতির মুখপাত্র এক বিবৃতিতে জানায়, মা এবং মেয়ে দুজনই খুব ভালো আছেন। এছাড়া তাদের সব ধরনের সেবা এবং সহায়তা দেয়ার জন্য ন্যাশনাল হেলথ সার্ভিসের মা ও শিশু দলকে ধন্যবাদ জানাতে চায় এই দম্পতি।

গত বছরের এপ্রিলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ক্যারির সংসারে প্রথম ছেলে উইলফ্রেডের জন্ম হয়। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর চলতি বছরের মে মাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। এরপর বৃহস্পতিবার ব্রিটিশ এই দম্পতির সংসারে দ্বিতীয় সন্তান এল।

যুক্তরাজ্যের ইতিহাসে ২০০ বছরের মধ্যে বরিস জনসনই প্রথম প্রধানমন্ত্রী যিনি দায়িত্বরত অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেন। যদিও এটা ছিল ৫৭ বছর বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রীর তৃতীয় বিয়ে। তবে প্রথম স্ত্রী আলেগ্রা মস্টিন-ওয়েন আর বরিসের কোনো সন্তান নেই।

আগামীনিউজ/নাসির