বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল সাড়ে ৫২ লাখ

আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ৪, ২০২১, ০৯:৪৪ এএম
ফাইল ছবি

ঢাকাঃ বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ লাখ ৫৭ হাজার ৭৪৯ জন। এ ছাড়া এই ভাইরাসে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে ২৬ কোটি ৫১ লাখ ৫৯ হাজার ৪৭৬ জন। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে শনিবার (৪ ডিসেম্বর) সকালে এই তথ্য জানা গেছে।

এদিকে প্রাণঘাতী করোনার দৈনিক সংক্রমণের হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে ফের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং এ রোগে শুক্রবার সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। শুক্রবার বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮১ হাজার ২৩৬ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ৭ হাজার ২৭১ জনের।

শুক্রবার যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬২ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ২৯৫ জনের। এদিন রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২৩৫ জন। পাশাপাশি, দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩২ হাজার ৯৩০ জন।

শুক্রবার অবশ্য বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৫ হাজার ৮৩৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

আগামীনিউজ/নাসির