লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চান গাদ্দাফির ছেলে

আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১৫, ২০২১, ১০:৪২ এএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার আল গাদ্দাফির পুত্র সাইফ আল ইসলাম গাদ্দাফি আগামী মাসের (ডিসেম্বর) ২৪ তারিখে অনুষ্ঠিতব্য দেশটির জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়বেন।

লিবিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, রোববার সাইফ কমিশনে মনোনয়ন জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানায়।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ‘সাইফ আল ইসলাম আল গাদ্দাফি প্রেসিডেন্ট নির্বাচনের জন্য (লিবিয়ার দক্ষিণাঞ্চলের) সেভা শহরে হাই ন্যাশনাল ইলেকটোরাল কমিশন অফিসে তার মনোনয়ন জমা দিয়েছেন।’

সাইফ যাদের সঙ্গে নির্বাচনে লড়াই করবেন, তাদের প্রায় সবাই হেভিওয়েট প্রার্থী। এ তালিকায় রয়েছেন লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) কমান্ডার খলিফা হাফতার, প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দোবেইবাহ ও দেশটির পার্লামেন্টের স্পিকার আগুইলা সালেহ।

সাইফ আল ইসলাম আল গাদ্দাফির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গেছে তিনি একটি গ্লাস পরে আছেন; তার গায়ে লিবিয়ার ঐতিহ্যবাহী পোশাক।

২০১১ মার্কিন বাহিনীর এক যৌথ অভিযানে নিহত হন লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার আল গাদ্দাফি। এ সময় সীমান্ত দিয়ে দেশের বাইরে যাওয়ার সময় একটি বিদ্রোহী গোষ্ঠির হাতে ধরা পড়েন তার পুত্র সাইফ। পরে ওই বিদ্রোহীরাই সাইফের পৃষ্ঠপোষক হিসেবে আত্মপ্রকাশ করে।

আগামীনিউজ/নাসির