যুক্তরাজ্যে হাসপাতালের বাইরে গাড়িতে বিস্ফোরণ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১৫, ২০২১, ০৯:২৪ এএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ যুক্তরাজ্যের একটি হাসপাতালের বাইরে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই গাড়ির চালক।

লিভারপুলে রোববার (১৪ নভেম্বর) এই ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবাদী আইনে কেনসিংটন এলাকা থেকে তিনজনকে আটক করেছে কাউন্টার-টেররিজম কর্মকর্তারা। এক প্রতিদেনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার ওই গাড়িতে বিস্ফোরণে ঘটনাস্থলেই গাড়ির পুরুষ এক যাত্রী নিহত হন। এ ছাড়া আহত অবস্থায় গাড়ির চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

যুক্তরাজ্যের কাউন্টার-টেররিজম বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তারা স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে বিস্ফোরণের এই ঘটনাটি তদন্ত করছেন।

যুক্তরাজ্যের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, হাসপাতালের বাইরে একটি গাড়িতে বিস্ফোরণের পর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লিভারপুলের কেনসিংটন এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে।

আগামীনিউজ/নাসির