ঢাকাঃ ইকুয়েডরের একটি কারাগারে দাঙ্গায় অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় দেশটির গুয়াইয়াকিল শহরের লিটোরাল পেনিটেনশিয়ারিতে এ ঘটনা ঘটে।
কারা কর্তৃপক্ষ বলছে, অপরাধী চক্রের সদস্যদের সঙ্গে যোগসাজশ রয়েছে কারাবন্দিদের এবং মাদক পাচারের রুট নিয়ে মূলত তাদের দ্বন্দ্ব হয়।
এর আগে গত সেপ্টেম্বরে কারাগারে সংঘর্ষে ১১৯ জন বন্দী নিহত হয়েছিলেন। দেশটির কারাগারগুলোতে চলতি বছর এ পর্যন্ত প্রায় ৩০০ বন্দির মৃত্যু হয়েছে। সূত্র: বিবিসি
আগামীনিউজ/নাসির