ডিজেল-পেট্রোলের দাম কমালো মোদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৪, ২০২১, ০৩:৫২ পিএম
ছবি: আগামী নিউজ

ঢাকা: ডিজেল ও পেট্রোলের দাম কমিয়েছে ভারতের নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার।

বুধবারই পেট্রোল এবং ডিজেলের ওপর থেকে উৎপাদন শুল্ক যথাক্রমে প্রতি লিটারে ৫ রুপি এবং ১০ রুপি কমানো হয়েছে।

বৃহস্পতিবার কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ৫.৮২ রুপি কমে হয়েছে ১০৪.৬৭ রুপি। আর ডিজেলের দাম ১১.৭৭ রুপি কমে দাঁড়িয়েছে ৮৯.৭৯ রুপি। ‘আনন্দবাজার’ এ তথ্য জানায়। 

জ্বালানির দাম নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ টের পাচ্ছে মোদির সরকার। সবশেষ ভারতে ১৩ রাজ্যে লোকসভার তিন আসন ও বিধানসভার ২৫ আসনে উপনির্বাচনের ফল ঘোষণা করা হয়। লোকসভার তিন আসনের মধ্যে একটি আর বিধানসভার ২৫ আসনের মধ্যে বিজেপি মাত্র ৯ আসনে জয় পায়।জ্বালানির দাম নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ টের পাচ্ছে মোদির সরকার। 

এছাড়া সামনেই বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন। এর প্রভাব যাতে ভোটে না পড়ে, তাই জ্বালানি তেলের শুল্ক কমিয়েছে কেন্দ্রীয় সরকার।

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধী দলগুলো মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়। উপনির্বাচনে তারই প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আগামীনিউজ/ হাসান