ঢাকাঃ ইয়েমেনের বন্দর নগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ঘটানো হলো জোরালো বিস্ফোরণ। শনিবার (৩০ অক্টোবর) রাতের ওই হামলায় প্রাণ গেছে কমপক্ষে ১২ জনের।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। তবে এটি পরিকল্পিত হামলা কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার বিমানবন্দরের বাইরের প্রবেশদ্বারের কাছে একটি ট্রাক বিস্ফোরিত হয়। নিরাপত্তা সূত্রগুলো বলছে, ওই ট্রাকটি পেট্রোলজাত পণ্য পরিবহন করছিল।
বিস্ফোরণের শব্দ পুরো এডেন শহরজুড়ে শোনা যায়। এ ছাড়া বিস্ফোরণের কারণে আশপাশের বাড়িঘরের জানালাগুলো ভেঙে যায়।
ইয়েমেনের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ওই বিস্ফোরণে ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া মারাত্মক আহত হয়েছেন আরও অনেক মানুষ।
আগামীনিউজ/নাসির