৭ জন নিখোঁজ

চীনে যাত্রীবাহী জাহাজ উল্টে ৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৫:২৫ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ চীনের গুইঝু প্রদেশের একটি নদীতে রোববার যাত্রীবাহী জাহাজ উল্টে আটজনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে সাত জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো।

লুইপানশুই শহরের জাংকি নদীতে এ দুর্ঘটনা ঘটার পর ৩৯ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর আটজন মারা গেছে। বাকী ৩১ জনের জীবন হানির কোন শংকা নেই।

উদ্ধার অভিযান এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।