ঢাকাঃ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এ মাসের শেষ দিকে রাশিয়ার সোচি শহরে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে তুরস্কের কর্মকর্তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। সরকারি ওই কর্মকর্তারা বলেছেন, রুশ প্রেসিডেন্ট এবং এরদোয়ান আলোচনা করবেন সিরিয়ার বিদ্যমান পরিস্থিতি নিয়ে।
সিরিয়ার ইদলিব নিয়ে তারা কথা বলবেন। সেখানে পরস্পরবিরোধী পক্ষকে সমর্থন দিচ্ছে রাশিয়া ও তুরস্ক।
রাশিয়া সবসময় চেষ্টা করছে পুরো সিরিয়ায় যেন আসাদ বাহিনীর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। অন্যদিকে আসাদবিরোধী বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে তুরস্ক।