ঢাকাঃ আফগানিস্তানে সম্ভাব্য খাদ্যসংকট নিয়ে এর আগে সতর্ক করেছে বিভিন্ন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা। একই ইস্যুতে আবারও সতর্ক করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ।
ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেন, এ বছর দেশটিতে চলমান রাজনৈতিক-অর্থনৈতিক সঙ্কটের কারণে অন্তত ১০ লাখ আফগান শিশু চরম পুষ্টিহীনতায় ভুগবে বলে আমরা আশঙ্কা করছি। তাদের জন্য জরুরি খাদ্য সহযোগিতা এবং চিকিৎসার ব্যবস্থা না করা গেলে শিশুগুলো মারাও যেতে পারে।
জেনেভায় সোমবার আফগানিস্তানে মানবিক সংকট নিয়ে জাতিসংঘের মন্ত্রী পর্যায়ের বৈঠকে হেনরিয়েটা ফোরে এ শঙ্কার কথা জানান। খবর সিএনবিসির।
ফোরে বলেন, প্রায় ১০ মিলিয়ন মেয়ে ও ছেলে বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।
১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বহু দেশ আফগানিস্তানে সরাসরি সহায়তা বন্ধ করে দিয়েছে।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর আগে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা আফগান সরকারকে অর্থ সাহায্য দিয়েছে। কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানকে সাহায্য পাঠানো বন্ধ করেছে আন্তর্জাতিক মহল।